সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অগ্নিকান্ডসহ যে কোন দুর্যোগ-দুর্ঘটনায় প্রথম সাড়াদানকারী সেবাধর্মী প্রতিষ্ঠান। অত্র বিভাগের আওতাধীন ০৫টি বৃহত্তর জেলা কার্যালয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল বৃহত্তর কুমিল্লা জেলা কার্যালয়। গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে অত্র বিভাগের আওতাধীন কর্মীরা দিন-রাত ২৪ ঘন্টা মানুষের কল্যাণ ও সেবায় নিয়োজিত। জনগণের দোরগোড়ায় অত্র অধিদপ্তরের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে বৃহত্তর কুমিল্লা জেলায় ৩২টি ফায়ার স্টেশন চালু করা হয়েছে এবং ০৭ টি ফায়ার স্টেশন স্থাপনের কার্যক্রম চলমান।
বৃহত্তর কুমিল্লা জেলার আওতাধীন ফায়ার স্টেশন কর্তৃক ২০২০-২১ অর্থবছরে ১১০৪ টি, ২০২১-২২ অর্থবছরে ১০৬২ টি ও ২০২২-২৩ অর্থবছরে ১২৩২ টি অগ্নিনির্বাপণের ফলে মোট ১৮৮,৪১,০১,৮০০ কোটি টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
অত্র দপ্তরের আওতাধীন স্টেশনসমূহ কর্তৃক যে কোন দুর্ঘটনা তাৎক্ষণিক মোকাবেলার জন্য দুর্ঘটনাপ্রবণ ০১ টি পয়েন্টে নিয়মিত টহল ডিউটি পরিচালনা করা হচ্ছে। যার ফলে অগ্নি-দুর্ঘটনাসহ যে কোন ধরনের দুর্ঘটনায় অতি দ্রুত সাড়া প্রদান করায় জান-মালের ক্ষয়ক্ষতির পরিমান অনেকাংশে হ্রাস পেয়েছে।
উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা, নৌ-দুর্ঘটনা, রেল দূর্ঘটনা, পাহাড় ধ্বস এবং ঘুর্ণিঝড় জলোচ্ছাস এবং জঙ্গি আস্তানাসহ অন্যান্য দুর্ঘটনায় সফলতার সাথে সকল কার্যক্রম পরিচালনা করেছে। ২০২০ সালে ৪২০ জন, ২০২১ সালে ৩২০ জন ও ২০২২ সালে ২৮০ জনকে জীবিত উদ্ধার।
অত্র দপ্তরের কর্মীদের মনোবল এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অত্র দপ্তরের আওতাধীন বিভিন্ন ফায়ার স্টেশন হতে কর্মকর্তা/কর্মচারীদের চট্টগ্রাম বিভাগীয় সদর দপ্তরের মাধ্যমে অগ্নি-নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণসহ বহুতল ও বাণিজ্যিক ভবনের অগ্নি-নির্বাপণের জন্য অত্র বিভাগে ব্রেভহার্ট কোর্স, MFR & CSSR, Crush Programme, ছাড়াও অন্যান্য প্রশিক্ষণ চলমান আছে।
ভূমিকম্প দুর্ঘটনায় উদ্ধার কাজ করার জন্য USAR টিম এবং স্পেশাল ফায়ার ফাইটিং, ওয়াটার রেসকিউ টিম গঠন করা হয়েছে।
অগ্নি-সেনাদের শারীরিক ফিটনেস রাখার জন্য ৩২ টি ফায়ার স্টেশনে পিটি আইটেম স্থাপন করে মিনি ট্রেনিং সেন্টারে পরিণত করা হয়েছে।
এছাড়াও ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সহযোগিতা করার জন্য CDMP ও অন্যান্য এনজিও এর সহযোগিতায় ০১ সিটি কর্পোরেশনসহ অন্যান্য জেলা শহরের স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণের মাধ্যমে ভলান্টিয়ার তৈরির কার্যক্রম চলমান আছে। ইতোমধ্যে ৩১০ জন কমিউনিটি ভলান্টিয়ার তৈরি করা হয়েছে।
অত্র দপ্তরের অগ্নিনির্বাপণ খাতে ২০২০-২০২১ অর্থবছরে ৫৪,০০০/-, ২০২১-২০২২ অর্থবছরে ৫৬,০০০/- ও ২০২২-২৩ অর্থ বছরে ৪৬,০০০/- টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস