Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত পরিকল্পনাঃ-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি ফায়ার স্টেশন স্থাপনের লক্ষ্যে চলমান ৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শেষ হলে অত্র দপ্তরের আওতাধীন মোট ফায়ার স্টেশনের সংখ্যা হবে ৩৬টি এবং জনবল প্রায় ৯৬১ জন। অত্র জেলার আওতাধীন কুমিল্লা ক্যান্টমেন্ট এলাকায় ১টি মডার্ণ ফায়ার ষ্টেশন এবং লালমাই উপজেলায় ১টি এবং বাঙ্গরা থানায় ১টি সহ মোট ৩টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন। নৌ দুর্ঘটনাসহ যেকোন দুর্ঘটনায় দ্রুত উদ্ধারকার্য পরিচালনার জন্য ডুবুরি ইউনিট সম্প্রসারণ এবং ৩টি বিশেষায়িত অগ্নিনির্বাপণ ও উদ্ধার ইউনিট স্থাপন। বৃহত্তর কুমিল্লা জেলায় একটি ফায়ার কন্ট্রোল রুম স্থাপন। তাছাড়া বিভিন্ন প্রকল্পের আওতায় জরুরি সাড়াদান ও অগ্নি প্রতিরোধ কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত ইউনিট গঠন। JICA ও KOICA-র সহায়তায় সকল ফায়ার স্টেশনের ভবনসমূহ ভূমিকম্প সহনশীল ভবনে রূপান্তর প্রকল্পের মাধ্যমে সকল ফায়ার স্টেশনের কার্যক্রম সম্পন্নকরণ। চলমান উন্নয়ন প্রকল্পের  আওতায় বৃহত্তর কুমিল্লা জেলার অধীনে যে সকল ফায়ার স্টেশনের কাজ শেষ হয়েছে তা জরুরী ভিত্তিতে চালুর ব্যবস্থা গ্রহন করা। কর্মকর্তা/ কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিয়ত প্রশিক্ষণ এর ব্যবস্থা চালু রাখা।

এছাড়াও ২০২০-২১ অর্থ বছরের টার্গেট সমূহঃ-

  • অগ্নিকান্ডসহ যে কোন দুর্ঘটনায় ১০০ ভাগ সাড়া প্রদান করা হবে;
  • দুর্ঘটনায় আক্রান্তদের ১০০ ভাগ উদ্ধারপূর্বক চিকিৎসালয়ে স্থানান্তর করা হবে;
  • এ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে ৫৮০ টি রোগী পরিবহন করা হবে;
  • তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য দুর্ঘটনা প্রবণ ৮টি পয়েন্টে টহল কার্যক্রম পরিচালনা করা হবে;
  • ৫৯৩ টি অগ্নি নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার মহড়া পরিচালনা করা হবে;
  • অগ্নিনিরাপত্তা নিশ্চিতকল্পে ৪২৫ টি বিভিন্ন শিল্পসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে;
  • অগ্নি নির্বাপণী মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে ৪৫০০ জনকে প্রশিক্ষিত করা হবে;
  • জনসচেতনতা বৃদ্ধিকল্পে ১০০০ টি টপোগ্রাফি, জন ও গণসংযোগ পরিচালনা করা হবে;
  • জনসচেতনতা বৃদ্ধিকল্পে ২২০০ টি লিফলেট পোস্টার বিতরণ করা হবে;
  • সক্ষমতা বৃদ্ধিকরণে ১৭৫ জন জনবলকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে;
  • ১২৫০ টি মালগুদাম ও কারখানার জন্য ফায়ার লাইসেন্স প্রদান করা হবে;
  • ফায়ার রিপোর্ট ও লাইসেন্স বাবদ ৬৩ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হবে;
  • নির্মাণাধীন ১০ টি ফায়ার স্টেশন পরিদর্শন করা হবে।