Wellcome to National Portal
Main Comtent Skiped

অর্জন সমূহ

অর্জন সমূহ ঃ

দুর্যোগ-দূর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে অধিদপ্তেরের নির্দেশনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লা জেলার কর্মকর্তা/কর্মচারীগন “দি লাইফ সেভিং ফোর্স” হিসেবে গতি, সেবা ও ত্যাগের মহিমায় বলিয়ান হয়ে জনসাধারনকে কাঙ্খিত সেবা করে আসছে এবং কর্মের অনুশীলনের মাধ্যমে অগ্নিকান্ডসহ সকল দুর্য়োগ মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছে।অত্র জেলায় বর্তমানে ২৪টি ফায়ার স্টেশন চালূ রয়েছে, ১০টি ফায়ার স্টেশন স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে এবং ০২টি স্টেশন উদ্ভোধনের অপেক্ষায় আছে। সরকার বর্তমানের অত্যাধুনিক অগ্নি নির্বাপনী সাজসরঞ্জামাদি (ফোটন রেসকিউ গাড়ী-০৪টি, এ্যাম্বুলেন্স-জয়লং, ০৪টি টুহুইলা)র ওয়াটার মিষ্ট-১০টি ইত্যাদি) কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সংযোজন করেছে।কুমিল্লা জেলার কর্মীগন কর্তৃৃক ২০১৫ সালে ৮১৫টি, ২০১৬ সালে ৭৭৫টি ও ২০১৭ সালে ৭৯৯ টি অগ্নি নির্বাপনের ফলে ০৩ বছরে মোট ১৭৮২৪০০০০০০/- টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লা কর্তৃক সড়ক ও নৌ দূর্ঘটনার উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে সড়ক সড়ক দূর্ঘটনায় উদ্ধার কার্যক্রম। অগ্নি প্রতিরোধ কার্যক্রমের তদারকি বৃদ্ধির জন্য ওয়্যারহাউজ ইন্সপেক্টর ১৫ টি পদ নতুন সৃজন করা হয়েছে। দাউদকান্দি, চান্দিনা, কুমিল্লা, চৌদ্দগ্রাম ও চৌয়ারাবাজার ফায়ার স্টেশন সমূহ ফোটন ও টোয়িং ভ্যাহিকেল গাড়ীর মাধ্যমে টহল ডিউটি চলাকালীন সময়ে তৎক্ষনাৎ উদ্ধার কাজে অংশগ্রহন করে। কুমিল্লা জেলায় ৩১০ জন প্রশিক্ষিত কমিউনিটি ভলানটিয়ার তৈরী করা হয়েছে।